জলিল স্মৃতি সংসদের উদ্যোগে চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৯ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট এম এ জলিল স্মৃতি সংসদ। এ উপলক্ষে শনিবার দুপুরে গুণবতী বাজারের ওয়াদুদ আকবর গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল হাশেম।
মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট এম এ জলিল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আ’লীগ নেতা আবদুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র এএসপি সাইফুল ইসলাম সাইফ, কুমিল্লা জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা, গুণবতী ইউনিয়ন আ’লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, উপজেলা আ’লীগের উপদেষ্টা আবদুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, কনকাপৈত পুলিশ কেন্দ্রের ইনচার্জ কাউসার হামিদ।
বিশিষ্ট আ’লীগ নেতা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত সংবর্ধিত মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে গুণবতী বাজারে মরহুম এডভোকেট এম এ জলিলের নামে সড়কের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। এদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করায় সমাজসেবক আবদুল ওয়াদুদ দুলালকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।