জনসমাগম এড়াতে পাঁচবিবির কাঁচা বাজার স্কুল মাঠে হস্তান্তর
জয়পুরহাট প্রতিনিধি, আল জাবির, ২০ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : করোনাভাইরাস সংক্রামনের কারণে জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে পাঁচবিবির মূল বাজারকে সরিয়ে সমিরন নেছা মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হস্তান্তর করা হয়েছে। রবিরার সকালে থেকে এই অস্থায়ী বাজার চালু হয়েছে।
দেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে হানা দিয়েছে। করোনা ভাইরাসের ভয়াবহতা দেখা দিলেও সাধারণ মানুষ হচ্ছে না সচেতন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী মাঠে কাজ করলেও কোনভাবেই জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক দূরত্ব বজায় রাখছে না সাধারণ মানুষ। লোকজন গাদাগাদি দাড়িয়ে বাজার খরচ করছে।
মাইকিং, লিফলেট বিতরণ, কঠোর নজরদারিতেও থামানো যাচ্ছে না সাধারণ মানুষদের। প্রশাসন যে বাজার ও রাস্তায় যাচ্ছে সেখানে নিমিষেই রাস্তা বাজার জনশূণ্য হচ্ছে। কিন্তু প্রশাসন চলে যাওয়া মাত্রই সেখানে আবার লোকজনের সমাগম বাড়ছে। যেন মানুষের হাট বসেছে। মনে হচ্ছে সাধারণ মানুষ লুকোচোরি খেলছে।
তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে পাঁচবিবির প্রধান বাজারের কাঁচা বাজার সমিরন নেছা মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পাঁচবিবির পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন-সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাঁচা বাজারটি সমিরন নেছা মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হস্তান্তর করা হয়েছে ।