জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২৮০ জন নিয়োগ
ঢাকা, ০১ অক্টোবর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, গাড়িচালক পদে ২৮০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে।
পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই গাড়িচালক পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ২৮ আগস্ট ২০১৭ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
গাড়িচালক পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী ৯,৭০০/- ২৩,৪৯০/ টাকা স্কেলে বেতন পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে dgt.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। গত আগস্ট মাসে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পুণরায় আবেদনের প্রয়োজন নেই। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৯ অক্টোবর ২০১৭।