চৌদ্দগ্রাম টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভিআইপি রেষ্টুরেন্ট টাইম্স স্কয়ার ও তাজমহলকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চৌদ্দগ্রাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধে রবিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ার হোটেল ও রেস্তোরা পরিচালনার হালনাগাদ লাইসেন্স প্রদর্শন করতে পারেনি।

পরে হোটেল ২টিতে খাবার প্রস্তুত এবং পরিবেশনের স্থানসমূহ অপরিচ্ছন্ন রাখা, খাবার রান্না করার পর ঢাকনা না দেয়া, ফ্রিজে পুরনো বাসি খাবার সংরক্ষণ, দই, রসমালাই বিক্রির লাইসেন্স না থাকা এবং প্রস্তুতকৃত এ সকল খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক হোটেল তাজমহল এ ১,০০,০০০/- টাকা অর্থ অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড এবং টাইমস স্কয়ারে ৮০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, হোটেল ২টি মহাসড়কে চলমান যাত্রী এবং চৌদ্দগ্রাম উপজেলার অত্যন্ত পরিচিত। এমন পরিচিতিকে কাজে লাগিয়ে তারা অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার রাখাসহ বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধে চলমান মোবাইল কোর্টের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগীতায় উল্লেখিত ২টি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *