চৌদ্দগ্রাম ৪জন ও সাবেক এমপি বাহারসহ ৪৬১ জনের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি-হামলার ঘটনায় চৌদ্দগ্রামের ৪জন ও সদর আসনের সাবেক এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ ২৬১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সংগঠক মোঃ ইনজামুল হক রানা বাদী হয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও আরও প্রায় ৩০ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। চৌদ্দগ্রামের আসামীরা হলেন, পৌরসভার ফালগুনকরা গ্রামের গাজী বাচ্চু মিয়া পুত্র জাফর আহমেদ(৪৭), ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের আবদুল মতিনের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম, শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের মৃত ওসমান আলী পুত্র মোঃ লোকমান হোসেন মজুমদার ও শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের মৃত সাবিদ আলী’র পুত্র সফিকুর রহমান(আইসিএল সফিক)।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক এমপি বাহারের হুকুমে কয়েক জন আসামির সরবরাহকৃত অস্ত্র দিয়ে অন্যান্য আসামিরা গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের পাশের সড়কে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায়। গুলি ও হামলায় বেশ কিছু ছাত্র-জনতার কয়েক জন গুলিবিদ্ধ ও অনেকে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *