চৌদ্দগ্রাম সরকারী কলেজে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের পূর্ন দিবস কর্ম বিরতিতে শিক্ষার্থীদের ভোগান্তি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২৭ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামে ২টি সরকারী কলেজ সহ বিভিন্ন দপ্তরে কর্ম বিরতী পালন করেছে শিক্ষা ক্যাডারের শিক্ষক বৃন্দ। এর ফলে সরকারী কলেজগুলোতে ক্লাস পরিক্ষা বন্ধ রয়েছে। এ ছাড়াও কর্মবিরতীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রবি ও সোমবারের সকল পরিক্ষা স্থগিত করেছে। জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এ কর্মবিরতি চলছে। সোমবার সরজমিনে দেখা যায় চৌদ্দগ্রাম সরকারী কলেজে শিক্ষকবৃন্দ কলেজের শিক্ষক মিলনায়তনে বসে কর্মবিরতি পালন করছে। অপর দিকে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে ক্লাস ও পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। উপজেলার চিওড়া সরকারী কলেজেও এ কমৃসূচি পালন করছে। এর ব্যপারে চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা এই কর্মবিরতি পালন করছি। দাবী পূরন না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচি শেষ হলে আমরা শিক্ষার্থীরা ডাবল সময় দিয়ে তাদের এ ক্ষতি পুষিয়ে নিবো।