চৌদ্দগ্রাম সন্ত্রাসী নাজিমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২২ অক্টোবর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম যৌথ বাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসী এম কে নাজিম উদ্দিন ভুঁইয়াকে গ্রেফতার করেছে। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ডাঃ সামছুল আলমের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন যৌথ বাহিনীর অভিযানিক টিম। নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে সে এলাকার সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তার গ্রেফতারের খবরে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।