চৌদ্দগ্রাম শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৪ ডিসেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম শনিবার (১৪ইং ডিসেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে (১৪ইং ডিসেম্বর) বুদ্ধিজীবি দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া সরোয়ার লিমা, চৌদ্দগ্রাম থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ, বৈঞ্চম্য বিরোধী ছাত্র আন্দলনের নেতা মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা ইউ.ডি.এফ.টি আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা প্রমোধ রঞ্জন চক্রবর্তি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।