চৌদ্দগ্রাম লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক- হাসপাতাল বন্ধ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ জানুয়ারি, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কুমিল্লাার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল র্কোট পরিচালনা করা হয়।
হেলথ কেয়ার মেডিকেল সেন্টার, মিয়া বাজার, এমবিবিএস সনদ না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবী লিখে প্রতারণার অভিযোগে সোহেল আহমেদ নামের একজনকে: ৫০,০০০/ টাকা এবং একজন ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট কে ৫০,০০০/ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডা. মোঃ গোলাম কিবরিয়া, ডা. আল রায়হান পাটোয়ারী মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)। মাহতাব উদ্দিন-স্যানেটারি ইন্সপেক্টর এবং চৌদ্দগ্রাম থানার একদল চৌকশ পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তারা জানান।