চৌদ্দগ্রাম মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোানা অবমুক্ত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আব্দুল মান্নান, ০৯ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম উপজেলার বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২১-২০২২ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। কার্যক্রম চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় ৪২৬.৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মঞ্জুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পবিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামাণিক, খামার ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোঃ শাহিনুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ, ক্ষেত্র সহকারী আব্দুল কাইয়ৃম, নাজমুন নাহার প্রমূখ।