চৌদ্দগ্রাম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বুধবার সকালে চৌদ্দগ্রাম বাজার ও বিসিক শিল্পনগরী এলাকা মোবাইল কোর্ট অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের পরিমাণ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ভোজন বিলাস হোটেলকে ১০০০০ টাকা, আলিফ বেকারিকে ২০০০০টাকা, স্টার ফুডস বেকারিকে ২০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় করেন তমালিকা পাল, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। মোবাইল কোর্ট সহযোগিতা করে চৌদ্দগ্রাম থানা পুলিশের এএসআই লিটন চাকমা ও তার টিম।