চৌদ্দগ্রাম মদিনা-যমুনা বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান

বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ০৬ মে ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম বাজারের হাইওয়ে রোড ঘেঁষা মদিনা ও যমুনা বাস দুটির পুরোনো স্টপেজ কে অন্যত্রে সরানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পৌরসভার আদেশক্রমে নিষেধাজ্ঞা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

৬মে (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের উপর দিয়ে এলোপাতাড়ি সিএনজিও অটোরিকশা চলাচল করলে তাহা উল্টিয়ে দিয়ে শাস্তি দেয়া হয় এবং সড়কের পার্শ্বে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। মহাসড়কের বিশাল আয়তনটি উপজেলার একটি অসাধু সিন্ডিকেটদের দখলে থাকলেও সদ্য তাহা স্থানীয় উপজেলা প্রশাসন কঠোর হস্তে দমন করতে শুরু করেছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন বলেন-মদিনা ও যমুনা বাসস্ট্যান্ডকে সরিয়ে অন্যত্রে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মর্মে এখানে উপজেলা প্রশাসন ও পৌরসভার আদেশ ক্রমে নিষেধাজ্ঞা সাইনবোর্ডটি স্হাপন করা হয়েছে। এখান থেকে ছেড়ে যাওয়া কুমিল্লা গামী বাস দুটির স্টপেজের কারণে যানজট ও পথচারীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অপরদিকে মহাসড়ক ঘেঁষা অবৈধ ফুটপাতের দোকানগুলিও জনদূর্ভোগের অন্যতম কারণ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড ঘেঁষা চৌদ্দগ্রামের বিস্তীর্ণ সড়ক এলাকাটি সম্পূর্ণ ফাঁকা থাকবে। যেখানে আর কোনো রকম যানজট কিংবা জনদূর্ভোগ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *