চৌদ্দগ্রাম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ কর্ম সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ইং অবহিত করণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ কুলছুম আক্তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মহসিন বিন সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্যানেটারী ইন্স্যপেক্টর মহাতাব উদ্দিন, স্বাস্থ্য সহকারী ইনচার্জ আমিনুল ইসলাম, পরিসংখ্যান অফিসার হাবিুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও নার্সবৃন্দ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চৌদ্দগ্রাম উপজেলার একটি স্থায়ী কেন্দ্র এবং ৩৩৬টি অস্থায়ী কেন্দ্রে (৬-১১) মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও (১২-৫৯) মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।