চৌদ্দগ্রাম ভিটামিন “এ” প্লাস কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২১ সেপ্টেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার অফিস কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ অবহিত করন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম এ বাহার। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমানের পরিচলানায় উক্ত সভা অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) চৌধুরী মোর্শেদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাজী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানার এস আই আবুল খায়ের, সাংবাদিক আবদুল জলিল রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক সাংবাদিক মুজিবুর রহমান বাবলু, সাংবাদিক আবদুল মান্নান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হাসিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেনে ৬-১১মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনো হইবে এবং ১২-৪৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনো হইবে।