চৌদ্দগ্রাম ভিটামিন এ ক্যাম্পেইন পরিকল্পনা সভা
চৌদ্দগ্রাম প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যু ঝুঁকি কমান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্ম পকিল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবীদ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা ছিদ্দিক, স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডিসি ডাঃ মেজবাহ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমির হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, সাংবাদিক আবদুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম উপজেলায় ৩৩৭ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১১৫০০ এবং ১-৫ বছর বয়সী ৮৪০০০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানে হবে।