চৌদ্দগ্রাম বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে জয়ীতাদের সংবর্ধনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১০ ডিসেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা এবং ৫ জয়ীতাকে সংবর্ধা দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইঞা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম এইচ.জে মডেল পাইলট সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, সাংবাদিক বেলাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার, বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা ও চাকরী ক্ষেত্রে রৌশনারা বেগম, অর্থনৈতিক ক্ষেত্রে রোকশানা বেগম, সমাজ উন্নয়ন অবদান রাখায় সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, সফল জননী মনজুরা আক্তার, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যোমে জীবন শুরু করা মায়া আক্তারকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।