চৌদ্দগ্রাম বিক্ষোভের মুখে মহাসড়কের পাশ থেকে আবর্জনার ভাগাড় স্থানান্তর স্থগিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড় স্থানান্তর অবশেষে স্থগিত করল স্থানীয় প্রশাসন। জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশাল ময়লার ভাগাড় থেকে উৎকট দুর্গন্ধ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় যানবাহনে যাত্রীদের চলাচল ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘরের পরিবেশ দূষিত হয়ে ওঠে।

এমতাবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন ও চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পৌরসভার লোকজন নিয়ে ময়লার ভাগা থেকে ময়লা গুলো ট্রাক ও ট্রাক্টর যোগে সরিয়ে চৌদ্দগ্রামের নাটাপাড়া গ্রামের ভারত সীমান্তবর্তী সরকারি খালি জায়গায় স্থানান্তরের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনগণের বিক্ষোভের মুখে স্থানীয় পুলিশ প্রশাসন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে দীর্ঘদিনের ময়লা আবর্জনার ভাগারটি সরাতে ব্যর্থ হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন জানান, নাটাপাড়া ভারত সীমান্তবর্তী এলাকায় সরকারি খালি জমিতে যেখানে ময়লার ভাগাড়টি স্থানান্তরের কথা ছিল, সেখানে পরিবেশ দূষণ হতো না। তবে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির ইন্দনে সাধারণ জনগণ বাধা দেয়। এতে মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *