চৌদ্দগ্রাম বন্যা থেকে বাঁচাতে ইউএনওর উদ্যোগে দখলমুক্ত সরকারী খাল
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ০২ মে ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম বন্যা থেকে বাঁচাতে ইউএনও এর উদ্যোগে সরকারী খাল দখলমুক্ত হয়েছে। আগামী বর্ষায় সম্ভাব্য বন্যার ভয়াবহতা রোধে চৌদ্দগ্রাম পৌরসভায় গুরুত্তপূর্ণ এলাকায় খাল, নর্দমা, ড্রেন পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত করেন। ২রা মে শুক্রবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার জামে মসজিদ সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় খাল নর্দমা দখল ও আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে ফেলা ব্যাক্তিদের উদ্দেশ্যে পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ‘গত বছর (২০২৪) চৌদ্দগ্রামে যে বন্যা হয়েছে, বন্যায় ঐসময় যে জনদূর্ভোগ হয়েছে আপনারা সবাই সেই জনদূর্ভোগের স্বাক্ষী।
বন্যার যে ভয়াবহতা এটা আপনারাই বেশি দেখেছেন, সেই দুর্ভোগের শিকার আপনারাই ববেশি হয়েছেন। এখন থেকে আপনার চারপাশে খাল নর্দমা ড্রেনে ময়লা আবর্জনা, প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন তাহলে সামনের বর্ষায় আপনারাই সুফল ভোগ করবেন। সবেমাত্র বর্ষার শুরু, এখনই যদি জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে সামনে আপনাদেরকে আরো বড় দুর্যোগ ও জনদূর্ভোগের মোকাবিলা করতে হবে। এই আশঙ্কা পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক,স্বেচ্ছাসেবী ও জনগনকে সাথে নিয়ে ড্রেন নর্দমা পরিষ্কার অভিযান পরিচালিত করছি।
আমরা যদি সচেতন না হই, ড্রেন নর্দমা পরিষ্কার না রাখি তাহলে সামনে আরো বড় দূর্ভোগ ও দুর্যোগের মুখোমুখি হতে হবে। যার যার অবস্থান থেকে তারা যদি নিজেরা সচেতন না হয় সরকার, কোনো পৌরসভা, কোনো কর্তৃপক্ষ,কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এগুলো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মচারী বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিক বৃন্দ।