চৌদ্দগ্রাম বন্যায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ আগষ্ট ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম প্লাবিত হয়েছে ৮ হাজার ১৮৫ হেক্টর ফসলি জমি। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ১৩ হাজার ৪৭৫ হেক্টর জমিতে ফসল আবাদ করা হয়েছিল। বন্যায় ১২ হাজার ৭৬৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব ফসলের মধ্য রোপা আমন, বীজতলা ৭২০ হেক্টর ও ধান ৮ হাজার ১৮৫ হেক্টর,শাকসবজি ১৪০ হেক্টর, রোপা আউশ ৩ হাজার ৬৮৬ হেক্টর এবং ৩৫ হেক্টর আখ ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহমেদ জানান, প্রাথমিক পরিসংখ্যানে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে এসেছে। তবে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিপূর্ণ হিসাব জানা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায়, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি বন্যা পরবর্তী সময়ে কৃষি জমি ও কৃষকদের পূর্ণবাসনের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ না করে এই অঞ্চলে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। উপজেলা উপসহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান জানান, কৃষি জমি ও কৃষকদের পূর্ণবাসনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবে আশ্বস্ত করেছেন।