চৌদ্দগ্রাম প্রবাসীর জায়গা দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মুহা. ফখরুদ্দীন ইমন, ২০ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম আমিনুল ইসলাম নামে এক প্রবাসীর ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে হাসান শাহরিয়ার খাঁ নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেন প্রবাসীর পিতা নূর আহাম্মদ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনা জানাজানি হওয়ার পর জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের নূর আহাম্মদ এর ছেলে ইতালি প্রবাসী মো: আমিনুল ইসলাম পৌরসভাধিন চাঁন্দিশকরা মৌজার বিএস-৭৮৮নং খতিয়ান, হাল-২৬২৫, ২৬২৬ ও ২৬৩৫ নং দাগে মোট ১৬.১৮ শতক জায়গা এবং বিএস-৯৪৮নং খতিয়ান, হাল-২৬২৫ নং দাগে আরও ৪ শতক ভ‚মি খরিদ করেন। যার দলিল নং যথাক্রমে: ৪৩৬/২৩.০২.২০১০ ও ৩৩৬০/৩১.০৫.২০০৯খ্রি:। গত বুধবার (১৬ এপ্রিল) পৌর এলকার শ্রীপুর গ্রামের খাঁ বাড়ীর ডাক্তার আশরাফ উদ্দিনের ছেলে, উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা হাসান শাহরিয়ার খাঁর নেতৃত্বে তার ভাই জসিম উদ্দীন আহমেদ খাঁ ও ভাতিজা ফুয়াদ আহমেদ খাঁ অপরাপর অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় উক্ত জায়গায় মাটি ভরাট করিয়া জোরপূর্বক টিনসেড ঘর নির্মাণের চেষ্টা করে। লোক মারফত সংবাদ পেয়ে প্রবাসী আমিনুল ইসলামের পিতা নূর আহাম্মদ তাদের কাজে বাধা প্রদান করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য লোকজনের বাধা নিষেধের মুখে দখলচেষ্টাকারীরা কাজ বন্ধ করতে ও ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরে গত শনিবার (১৯ এপ্রিল) সকালে একই কায়দায় অভিযুক্তরা পূনরায় ওই জায়গায় সেমি পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে প্রবাসীর পিতা স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বাধা প্রদান করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর পিতাকে গালমন্দ করেন এবং প্রাণনাশের লক্ষ্যে মারধর করতে উদ্ধত হন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় তিনি কোনোমতে প্রাণ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ভুক্তভোগির পিতা নূর আহাম্মদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখর্প্বূক অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং উভয়পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধ করে।

অভিযুক্ত বিএনপি নেতা হাসান শাহরিয়ার খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। এটি দীর্ঘদিনের চলমান ঝামেলা। আদালত আমার পক্ষে ২০১১ সালে ফাইনাল রায় দিয়েছে। আমার সাথে তাদের কোনো সমস্যা নেই।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি ৪০-৫০ বছরের পুরনো ঝামেলা। উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *