চৌদ্দগ্রাম প্রবাসীর জায়গা দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের নূর আহাম্মদ এর ছেলে ইতালি প্রবাসী মো: আমিনুল ইসলাম পৌরসভাধিন চাঁন্দিশকরা মৌজার বিএস-৭৮৮নং খতিয়ান, হাল-২৬২৫, ২৬২৬ ও ২৬৩৫ নং দাগে মোট ১৬.১৮ শতক জায়গা এবং বিএস-৯৪৮নং খতিয়ান, হাল-২৬২৫ নং দাগে আরও ৪ শতক ভ‚মি খরিদ করেন। যার দলিল নং যথাক্রমে: ৪৩৬/২৩.০২.২০১০ ও ৩৩৬০/৩১.০৫.২০০৯খ্রি:। গত বুধবার (১৬ এপ্রিল) পৌর এলকার শ্রীপুর গ্রামের খাঁ বাড়ীর ডাক্তার আশরাফ উদ্দিনের ছেলে, উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা হাসান শাহরিয়ার খাঁর নেতৃত্বে তার ভাই জসিম উদ্দীন আহমেদ খাঁ ও ভাতিজা ফুয়াদ আহমেদ খাঁ অপরাপর অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় উক্ত জায়গায় মাটি ভরাট করিয়া জোরপূর্বক টিনসেড ঘর নির্মাণের চেষ্টা করে। লোক মারফত সংবাদ পেয়ে প্রবাসী আমিনুল ইসলামের পিতা নূর আহাম্মদ তাদের কাজে বাধা প্রদান করেন।
অভিযুক্ত বিএনপি নেতা হাসান শাহরিয়ার খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। এটি দীর্ঘদিনের চলমান ঝামেলা। আদালত আমার পক্ষে ২০১১ সালে ফাইনাল রায় দিয়েছে। আমার সাথে তাদের কোনো সমস্যা নেই।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি ৪০-৫০ বছরের পুরনো ঝামেলা। উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে যেতে বলা হয়েছে।