চৌদ্দগ্রাম নানার বাড়িতে পানিতে ডুবে শিক্ষকের মেয়ের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৪ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে আতিফা আবেদীন ইশরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইশরা মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে। সোমবার (২৪শে জুন) সকালে পৌর এলাকার চান্দিশকরা পশ্চিম পাড়ার খান বাড়ির পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের পিতা মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপন আবেদীন।
জানা গেছে, মায়ের সাথে শিশু ইশরা চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামে নানা হারুন খানের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আদরের মেয়ের মৃত্যুতে পিতা শিপন আবেদীনসহ পরিবারের লোকজনের মাঝে চলছে শোকের মাতম। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, ‘পানিতে ডুবে শিশু ইশরাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।