চৌদ্দগ্রাম দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৬ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম দাম্পত্য কলহের জেরে মো. রিয়াজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯:৩০ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসদরের জামে মসজিদ রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। শনিবার সকাল ৯ টায় লাশটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এস আই সায়েদুর রহমান।

তবে এই ঘটনায় নিহতের পিতা-মাতা থানায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তাদের ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। জানা গেছে, ২০২১ সালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মোঃ মোস্তফার সন্তান রিয়াজ (২৪) প্রেম করে পালিয়ে বিয়ে করেন একই ইউনিয়নের পাশ্ববর্তী দেড়কোটা গ্রামের অলি আহমেদের মেয়ে পিয়াসাকে(২২)। ছেলে মেয়ের পরিবার বেশ কয়েক মাস তাদের সম্পর্ক মেনে নেয়েনি।

পরবর্তীতে মোস্তফা তার ছেলে এবং পুত্রবধূকে বাড়ীতে নিয়ে আসে। এর মধ্যে ছেলে প্রবাসে চলে যাওয়ার কয়েক মাস পর পুত্রবধূ পিয়সা শ্বশুরবাড়ী ত্যাগ করে চৌদ্দগ্রাম ভাড়া বাসায় উঠে। প্রবাসী রিয়াজ কিছুদিন আগে দেশে এসে পুরাতন বাসা পরিবর্তন করে পৌরসভার জামে মসজিদ রোডে নতুন বাসায় ওঠে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত রাতে স্ত্রীকে রুম রেখে রিয়াজ পাশের রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত রিয়াজের বাবা মোস্তফা জানান, ছেলের বউয়ের অন্যত্র সম্পর্ক আছে। টাকা পয়সা গয়নাগাটি আত্মসাৎ করে সে অন্যত্র চলে যাওয়ার উদ্ধেশ্যে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, যুবকের আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *