চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ গ্রেফতার হলেন যুবলীগ নেতা সম্রাট
চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ০৫ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ক্যাসিনোহোতা যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে আজ ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র্যাব। তবে সম্রাটকে গ্রেফতারের বিস্তারিত তথ্য এখনও জানা যায় নি।
এদিকে স্থানীয় ও কুঞ্জুশ্রীপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে ওই এলাকায় একটি বাড়ি র্যাব ঘিরে রাখে। পরে সম্রাটকে গ্রেফতার করে নিয়ে যায়। কুঞ্জুশ্রীপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সম্রাট। আলকরা ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে স্থানীয়রা তাকে ফোন করে ঘটনা সম্পর্কে বলেছেন।
এ বিষয়ে গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি। তবে সম্রাট কুমিল্লা হয়ে ভারত পালানোর চেষ্টা চালিয়ে ছিলেন।
বিস্তারিত আসছে………