চৌদ্দগ্রাম ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ০৪ অক্টোবর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের খালেদ হোসেনের ছেলে। শুক্রবার (৪ অক্টোবর) সাড়ে এগারোটায় গুণবতী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি পড়ালেখার পাশাপাশি প্রগতি লাইফ ইন্সুরেন্সে চাকরি করতেন। নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী রেলওয়ে স্টেশন মাস্টার খিরেদ খত্রিয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় কলেজছাত্র সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে তার ফুফুর জন্য নাশতা নিয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুণবতী স্টেশনে যাত্রা বিরতি করে। একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গুণবতী স্টেশন অতিক্রমের সময় সানজিদ ট্রেনের নিচে কাটা পড়ে। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, গুণবতীতে ট্রেনের নিচে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।