চৌদ্দগ্রাম টানা দুইদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা, ফসলের ব্যাপক ক্ষতি
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ২০ আগষ্ট ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম টানা দুদিনের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোপা আমন সহ ফসলের ব্যপক ক্ষতির আসংখ্যা রয়েছে। উপজেলার উজিরপুর, কালিকাপুর, কাশিনগর, মুন্সিরহাট, সুভপুর, কনকাপৈত, চিওড়া, গুনবতি ইউনিয়নের নিম্নান্ছল পানিতে ডুবে গেছে এতে করে রোপা আমন সহ বিভিন্ন সাক সবজির ব্যাপক ক্ষতি সাধনের আসংখ্যা রয়েছে।
এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলে উপজেলার কাঁকড়ি নদী ডাকাতিয়া নদী সহ বিভিন্ন নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাঁকড়ি নদীর বাঁধের বিভিন্ন এলাকায় পাটল সৃষ্টি হওয়ার আসংখ্যা রয়েছে। কাঁকড়ি নদীর রাজার বাজার অংশে বাঁধের বেশির ভাগ অংশ ভেংগে গেছে। মেরামতের দ্রত ব্যাবস্থা না করলে যেকোন মুহুর্তে বাঁধ ভেংগে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পরতে পারে।