চৌদ্দগ্রাম জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৪ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে বুধবার (৪ঠা জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এতে সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম কিবরিয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান পাটোয়ারী সঞ্চালনায় এতে বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জেড এম তানভীর সুবাহ্, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, সাধারন সম্পাদক মজিবুর রহমান বাবলু, সাংবাদিক আবদুল জলিল রিপন, মোঃ আবদুল মান্নান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও সকল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ। আগামী এক সপ্তাহের মধ্যে (৫-১৬) বছর বয়সের সকল শিশুকে কৃমি ট্যাবলেট খাওয়ানো হইবে।