চৌদ্দগ্রাম জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ মার্চ ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে শুক্রবার (১৭ই মার্চ) সকালে স্থানীয় এমপি’র কার্যালয়ে উপজেলা আ’লীগের কর্তৃক জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক।
উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলগীর হোসেন বিপ্লবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকের লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম সর্দ্দার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, কুমিল্লা জেলা দঃ যুবলীগের আহবায়ক সদস্য মাহবুবুল হক মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহম্মদ খোকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শামীম খাঁ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, যুবলীগ নেতা মিজানুর রহমান রোকন, ছাত্রলীগ নেতা ফারুক আহম্মেদ, নয়ন, স্বপন, শ্রমিক লীগ নেতা দ্বীন মোহাম্মদ প্রমুখ। আলোচনা সভাপতির পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।