চৌদ্দগ্রাম গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ০৭ মার্চ ২০২৫ (বিডি ক্রাইম নিউজ২৪) : গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে জনতা’ বয়কট ইসরাইল- ষ্ট্যান্ড ফর জাস্টিজ এর ব্যানারে মিছিল করেছেন সর্বদলীয় নেতা কর্মীরা।
৭মার্চ সোমবার  সকাল এগারটা থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলগুলো চৌদ্দগ্রাম পৌরসভার বাজার এলাকা ও ব্যস্ততম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেছেন।
মিছিলে আসা কয়েকজন বলেন, বয়কট ইসরাইল – ষ্ট্যান্ড ফর জাস্টিজ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চালিয়ে নারী, শিশু তথা সাধারণ নিরীহ মানুষের উপর হামলায় আজ বিশ্ব মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *