চৌদ্দগ্রাম কৃষি জমির মাটি কাটার অপরাধে সাবেক মেম্বার কারাগারে
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৮ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত ২৫/০৪/২০২৫ তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দি এলাকা থেকে খালের পাড়ের এবং কৃষি জমির মাটি কাটার অভিযোগে সালেহ আহমেদ, পিতা: সালামত উল্লাহ, গ্রাম: জুগিরকান্দি (পূর্বপাড়া), কাশিনগর, চৌদ্দগ্রামে কুমিল্লা নামক আসামীকে চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করে। যাকে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারার অপরাধে থানায় ৫ /৬ জন আসামীর নামে এই মামলা দায়ের করেছিলো। ২৬/০৪/২০২৫ তারিখ গ্রেপ্তারকৃত আসামী সালেহ আহমেদকে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় কারাগারে প্রেরণ করা হয় এবং বর্তমানে কারাভোগ করছেন। গ্রেফতারকৃত আসামী সালেহ আহমেদ উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বলে জানা যায়।
একই ঘটনাস্থল থেকে গতকাল চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়, থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অভিযান পরিচালনা করেন এবং একটি ভেকু জব্দ করে উপজেলা হেড কোয়ার্টারে নিয়ে আসেন। যা অদ্য পর্যন্ত জব্দ অবস্থায় একজনের জিম্মায় রয়েছে। উপজেলার আইনশৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে।
তবে এধরণের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে গণমানুষের সচেতন হওয়ায় পাশাপাশি জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। জনস্বার্থ ও জনকল্যাণকর যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছেন বলেও জানান।