চৌদ্দগ্রাম কৃষি জমির মাটি কর্তন করায় ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সরকারি নীতিমালা লংঘন করে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়ীয়া দক্ষিন পাড়া কৃষি জমির মাটি গভীর গর্ত করে কেটে নেওয়া ও গ্রামীন সড়ক ক্ষতি সাধন করার কারণে চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করেন। আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের একটি টিম। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, কৃষি জমির মাটির টপ সয়েল কেটে নেয়ার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে কৃষি জমির মাটি কর্তনের কারনে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।