চৌদ্দগ্রাম ও লাকসামে পৃথক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু-৪

বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ৩০ অক্টোবর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসামে পৃথক  বিদ্যুৎপৃষ্ট হয়ে  চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত ২৮ অক্টোবর তিন জন ২৯ অক্টোবর এক জন। গত ২৯ অক্টোবর মাছ ধরার জন্য সেচ পাম্প দিয়ে পানি নিস্কাশনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে চৌদ্দগ্রাম  উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে   মোঃ আবু তাহের (৫০) নামে এক ব্যাক্তি মৃত্যু  হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সিরাজুল মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আবু তাহেরের পারিবারিক সুত্রে জানা গেছে গত মংগলবার সকালে আবু তাহের বাড়ির পশের ডোবাতে মাছ ধরার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ পাম্প বসিয়ে পানি নিস্কাশন করছিলেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে  গেলে সেচ পাম্পটি বন্ধ হয়ে যায় এসময় ডোবার পানি কমে যাওয়ায় সেচ পাম্পটিকে নিছে নামানোর চেষ্টা করলে হঠাৎ বিদ্যুৎ এসে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরতর আহত হয় আবু তাহের। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ২৮ অক্টোবর চৌদ্দগ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নেছার উদ্দিন নিশান(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিশান কনকাপৈত বাজারের বাংলাদেশ স্টীল ওয়ার্কশপে দির্ঘদিন ধরে কাজ করে আসছেন। ২৮ অক্টোবর সোমবার দুপুরে ওয়ার্কশপের মালিক ইয়াকুব মিয়াজী একটি অটো রিক্সা রিফারিং এর কাজ করছিলেন। এ সময় নিশান মালিকের পিছনের দাড়িয়ে কাজ দেখছিলেন। হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়। এ সময় ওয়ার্কশপের মালিক ইয়াকুব মিয়াজী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ার্কশপের মালিক ইয়াকুব মিয়াজী বলেন, নিশান আমার দোকানে গত ৫ বছর ধরে কাজ শিখছিলেন। সোমবার দুপুরে আমি একটি অটো রিক্সায় ইলেকট্রনিক শর্ট দিয়ে রিফারিং এর কাজ করছিলাম। সে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়।  আমি তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কর্তব্য রত চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, নিশানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করে। ইসিজি রিপোর্টে দেখা যায় সে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান বলেন, বিদ্যুৎপৃষ্ঠে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৮ অক্টোবর সন্ধায় লাকসাম উপজেলার মুদাফ্ফরগন্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে রান্নাঘরে বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন মহিন উদ্দিন (২৮)।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। মহিন উদ্দিন (শ্রীয়াং গ্রামের মোঃ মোখলেছুর রহমান ফরাজীর ছেলে।
২৮ অক্টোবর লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বাঁশ কাটার সময় বিদ্যুৎপৃষ্ঠে আলী হোসেন (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে রামচন্দ্রপুর গ্রামের খালেক মিয়ার ছেলে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান সোমবার সকালে নিজ বাড়ির পাশে বাঁশ ঝারে বাশ কাটছিলেন আলী হোসেন। এসময় বাঁশ ঝারের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ এর মেইন লাইনের উপর বাঁশ স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *