চৌদ্দগ্রাম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ০৮ এপ্রিল ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪): চৌদ্দগ্রাম নালঘর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল-১১ ঘটিকার সময় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী নালঘর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উক্ত মিলাদও দোয়া অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নালঘর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, গোমতী হসপিটাল (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা.মোঃ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা নুরেরজ্জামান খোকন মজুমদার, নবাগত সভাপতি মাওলানা এমদাদুল হক মাছুম, বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার সিরাজুল ইসলাম, মাষ্টার নুরুল আমিন, মেঘনা লাইফ ইন্সুরেন্স (কুমিল্লা জোন) এর জেনারেল ম্যানেজার এ. কে. এম অহিদুল্লাহ মজুমদার, অভিভাবক সদস্য আবদুল জলিল, আলী আহমেদ ডিলার, খোরশেদ আলম মজুমদার, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী…..প্রমুখ।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পৃথক-পৃথক ভাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথি ডা. মুজিবুর রহমান ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন- তোমরাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমাদের আগামীর পড়াশুনা আরো সুদৃঢ় হবে এমনটি প্রত্যাশায় সকলের জন্য শুভ কামনা রহিল। নালঘর উচ্চ বিদ্যালয়ের মতো সেরা এই প্রতিষ্ঠানটি থেকে তোমরা নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছো তার প্রমাণ হয়তো এসএসসি পরীক্ষা-২০২৫এর পরপরই পেয়ে যাবে। আমি চাই তোমরা একদিন মাইলফলক পথের পথিক হবে। আমাদের নালঘর গ্রামের যে সুখ্যাতিও সুনাম রয়েছে সেটি নির্দিষ্ট কোনো একটি জায়গায় সীমাবদ্ধ নয়। এর সুনামকে অক্ষুন্ন রাখতে তোমাদের মতো পরীক্ষার্থীদের কোনো বিকল্প নেই।