চৌদ্দগ্রাম এমপির সহধর্মীনির রোগমুক্তি কামনায় স্বে-লীগের দোয়া ও মিলাদ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৫ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাবেক সফল রেলপথ মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি’র সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তাসহ পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে মুজিবুল হক এমপির কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু।
চৌদ্দগ্রাম উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু’র সভাপতিত্বে এবং পৌরসভা সেচ্ছাসেবকলীগের সভাপতি বদিরুল আলম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এএস এম শাহীন মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরস মজুমদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন।