চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কে.এম.সি কর্ণার শুভ উদ্ভোধন
চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৩ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গতকাল রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ কেজি কম বয়সী ও অপরিনীত শিশুকে উন্নত চিকিৎসার দেওয়ার জন্য কে.এম.সি কর্ণার শুভ উদ্ভোধন করা হয়েছে।
উক্ত উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন,ডাব্লিউ এইচ ও প্রতিনিধি ডাঃ মাহাবুবা খানম, ডিপিএম ডাঃ সাবিনা আশ্রাফী লিপি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, ডাঃ মোঃ হাসিবুর রহমান এর সভাপতিত্বে এতে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডাঃ নাজমুল আলম, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যের কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া টিপু, মেডিকেল অফিসার শহিদুল ইসলাম রিপন, ডাঃ মেছবাহ উদ্দিন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান ফিতা কেটে কে এম সি কর্ণার উদ্ভোধন করেন।