চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১১ জুলাই ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, ভাইস চেয়ারম্যান ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি বুধবার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইসহাক খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য তমিজ উদ্দিন সেলিম, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আবু তাহের, নায়মুর রহমান মজুমদার মাসুম, জাফর ইকবাল, একে খোকন, কাজী ফখরুল আলম ফরহাদ, মোঃ মোস্তফা, মাহফুজ আলম, মাঈন উদ্দিন ভূঁইয়া, জানে আলম ভূঁইয়া ও ভিপি মাহবুব হোসেন মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে উপজেলা মডেল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভার শুরুতে উপজেলা পরিষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার কে ফুল ও ক্রেষ্ট দিয়ে বিদায় জানানো হয়।