চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন উপলক্ষ্যে কর্মিদের মত বিনিময়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২১ মে, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পরেরদিন ২১মে (মঙ্গলবার) স্থানীয় একটি হোটেলে আগামী ০৫ই জুন উপজেলা নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থিদের উপজেলা আ’লীগের নেতা কর্মীদের নিয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা।
পৌর আ’লীগের নেতা ইদ্রীস মিয়াজী সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, কনকাপৈত ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ. কে. এম গোলাম ফারুক হেলাল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী এ. এস. এম শাহীন মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার শিল্পী, আলকরা ইউনিয়ন আ’লীগ নেতা জাহীদ হোসেন জাহীদ, আশরাফুল আলম রিপন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৫ই জানুয়ারি সকলে কেন্দ্রে গিয়ে দোয়াত কলম, টিয়া পাখি ও ফুটবল মার্কায় ভোট দিবেন।