চৌদ্দগ্রাম ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্থিন ও গাজাবাসীর উপর বর্বর হামলা, নারী, শিশুসহ হত্যাযজ্ঞের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিলটি চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভি.পি শাহাবুদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন, উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল। সভায় বক্তারা ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানান এবং ইসরাইলকে নিষিদ্ধসহ তাদের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ^কে সোচ্ছার হওয়ার আহবান জানান। এছাড়া সকালে সর্ব দলীয় ব্যানারে ও চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগ একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *