চৌদ্দগ্রামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী কো-অপারেটিভের পরিচালক গ্রেপ্তার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মন্নান, ১৪ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিউ ভিশন কো-অপারেটিভের পরিচালক খোরশেদ আলম টিপুকে শনিবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। টিপু উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের আলী আহমেদের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টিপু নিউ ভিশন কো-অপারেটিভ নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। বহু গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। পুলিশ তদন্ত প্রতিবেদনের পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আত্মসমর্পন না করায় ২০১৯ সালের ৮ জানুয়ারি কুমিল্লার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালত টিপুর বিরুদ্ধে তিনটি মামলায় দুই বছরের সাজা ঘোষণা করেন এবং ২৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়ান। গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই রোকনুজ্জামান তাকে কুমিল্লা নগরী থেকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।