চৌদ্দগ্রামে ১৫ কেজি গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৮ ডিসেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো; উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নুরুল ইসলামের রজব আলী ও পিন্টু। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
তিনি জানান, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের থানার উপ-পরিদর্শক উগ্যজাই মারমা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল নামক স্থানে একটি ওয়ার্কশপের সামনে থেকে ব্যাগ ভর্তি ১৫ কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।