চৌদ্দগ্রামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদ্যাপন পরিশোধ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা কনফারেশন রুমে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে উপজেলা পূজা উদজাপন উদ্যযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সভাপতিত্বে উক্ত বিনিময় সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম থানা ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা, চৌদ্দগ্রাম উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মোঃ মনোয়ারুল ইসলাম, চৌদ্দগ্রাম আনসার ভিডিপি অফিসার আবদুল হালিম প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দাস, নির্মল চন্দ্র সাহা, দীলিপ চন্দ্র দে, ঝন্টু চন্দ্র দাস প্রমুখ।
দুপুর ২.৩০ মিনিটে চৌদ্দগ্রাম থানা প্রশাসনের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ এক মত বিনিময় সভা করেন। উল্লেখ্য চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৩টি পূজা মন্ডুপে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা পালিত হবে।