চৌদ্দগ্রামে ‘লকডাউন’ না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৫ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারী নির্দেশনা ‘লকডাউন’ না মানায় পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আল আমিন সরকার। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ও মিয়াবাজার এলাকায় ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ১৪ জন পথচারীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এসআই জুয়েলের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজারে পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, মিয়াবাজারে উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ ও মিয়াবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন সর্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।