চৌদ্দগ্রামে রোববার স্বাস্থ্য কর্মীসহ করোনা শনাক্ত-৬, মোট আক্রান্ত-৩৪
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ৩১ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম রোববার এক স্বাস্থ্য কর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ৩৪ জন। সুস্থ্য হয়েছে ২ জন।
নতুন আক্রান্তরা হচ্ছেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ সোলেমান বাদশা, চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের রাকিব ভূঁইয়া, তাঁর ছেলে রনি, রামরায় গ্রামের মোঃ রাশেদ, ফালগুনকরা গ্রামের সাইফুল ইসলাম সোহেল ও শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের নিশু।
গত ২৭ মে তাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে ৩১ মে রোববার রিপোর্ট পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।
তিনি জানান, ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানান ডাঃ হাসিবুর রহমান।