চৌদ্দগ্রামে রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ন রহমানের ইন্তেকাল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৫ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ন রহমান (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ আসর মরহুমের নিজ গ্রাম চিওড়া ইউনিয়নের কান্দিরপাড়ে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা আলহাজ¦ আলমগীর কবির মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আবদুল আজিজ স্বপন, কুমিল্লা মহানগর যুবদল নেতা রাসেল আহাম্মদ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাজল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক কাজী আবদুল কুদ্দুস তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, বর্তমান সহ-সভাপতি কাজী রকিবসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ন রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও খবরঃ-
***চৌদ্দগ্রামে শীতার্তদেরকে কম্বল উপহার দিয়েছে চিওড়া আনন্দ সংঘ***
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৫ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিওড়া আনন্দ সংঘ’ এর উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিওড়া আনন্দ সংঘের প্রধান সমন্বয়ক মু. সফিউল ইসলাম জিয়া, সমন্বয়ক কে এম ফয়সাল আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুলাহ আল মহসিন, ফার্মাসিস্ট জাকির হোসেন, টিম লিডার নাজমুল হাছান, মোঃ হোসাইন, মোঃ রনি, মোঃ রাহাত, সাইদুল হক, ক্রীড়া সমন্বয়ক এইচ.আই নিশান, সদস্য সাইাফুল ইসলাম, ফরহাদ হোসেন, রাজিব, নাহিদ সহ আরো অনেকে। চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে উপহার হিসেবে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।