চৌদ্দগ্রামে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শণী পুকুরে উপকরণ বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৯ মে, ২০২০ (বিডি ক্রইম নিউজ ২৪) : গত মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা “মৎস্য খামার” চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যাগে মুজিব শতবার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-ওও (এনএটিপি-২) এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে সিআইজি চাষীদের মাঝে প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রকল্প মৎস্য অধিদপ্তরের অংশ এর জাতীয় ২৪টি প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি প্রদর্শনী জন্য উপকরণ হিসেবে ২০০ কেজি পিলেট খাবার, ৪০০ পিছ রুই জাতীয় মাছের পোনা এবং ০১টি সাইন ভোর্ড বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকতা মোঃ ইকবাল হোসেন, খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, সম্প্রসারন কর্মকর্তা রিতা আক্তার, সহকারী মৎস্য কর্মকতা মাসুদ আহমেদসহ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের লিফ সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ লিফদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।