চৌদ্দগ্রামে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি ফয়জুন্নেছা ও সেক্রেটারী তাহমিনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১১ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।
উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব মহিলালীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কহিনুর হোসেন খান, যুগ্ম সাধারন সম্পাদক কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদক দিলরুবা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান,
কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলালীগের সভাপতি জোবেদা খাতুন পারুল, জেলা মহিলা আওয়ামলীগের সাধারন সম্পাদক কহিনুর বেগম, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার, তথ্য ও গবেষণা সম্পাদক আলী হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ মহিলালীগের সভাপতি নাছিমা আক্তার, সাধারন সম্পাদক নাছরিন পারভীন মুন্নি, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার আক্তার সাথী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা কামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, আ’লীগ নেতা এডভোকেট আবুল খায়ের, আবদুল বারেক, জিএম মীর হোসেন, আকতার হোসেন পাটোয়ারী, গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মমিনুর রহমান ফটিক, সৈয়দ আহাম্মদ খোকন, মাহবুব হোসেন মজুমদার, জয়নাল আবেদীন খোরশেদ,
জাফর ইকবাল, আলহাজ্ব জানে আলম ভুঁইয়া, মোশারেফ হোসেন, কামরুল হাসান মুরাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এএসএম শাহীন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি ফয়জুন্নেছা আমিন, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এবং যুব মহিলা লীগের সভাপতি জুলেখা আক্তার, সাধারণ সম্পাদক নাছিমা আক্তারের নাম ঘোষণা করা হয়।