চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের জরিমানা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১০ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজেষ্ট্রিট সায়বিন তেলের অবৈধ মওজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
গত বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস.এম মঞ্জুরুল হক। বিকাল ৫টা থেকে চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন মুদি দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন।
এ সময় প্লাষ্টিকের বস্তায় পন্য রাখার অপরাধে, খোলা সয়াবিন তেলে বেশি রাখা এবং দ্রব্য মূল্য মওজুত করার অপরাধে বাজারের ইব্রাহীম স্টোর, সাহা এন্ড সন্স, চৌদ্দগ্রাম বাণিজ্য বিতান, সোহেল ট্রেডার্স, পরিচয় ট্রেডার্স, ফাহিম ট্রেডার্স ও শহিদুল ইসলাম ট্রেডার্স ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রিট এস এম মঞ্জুরুল হক বলেন, রমযানের মধ্যে যাতে করে সাধারণ মানুষ ক্রয় ক্ষমা মধ্যে পন্য ক্রয় করতে পারে এবং অসাধু ব্যবসায়ী যাতে করে সয়াবিন তেলের মূল্য বেশী না নিতে পারে সে জন্য এ অভিযান অব্যহত থাকবে।