চৌদ্দগ্রামে ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না, মানববন্ধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৪ ফেব্রুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসা-বাড়িতে গ্যাসের প্রেসার বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ডের এলাকাবাসী। এলাকাবাসির দাবি, ২০০০ সালে ওই ওয়ার্ডগুলোতে আবাসিক গ্যাস লাইন সরবরাহ করা হয়।
কিন্তু গত কয়েক মাস যাবৎ ওই এলাকায় ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার শত শত গ্রাহক। এ বিষয়ে বাখরাবাদে একাধিক অভিযোগ করেও কোন সুফল না পাওয়ায় মঙ্গলবার সকালে ভুক্তভোগীরা মানববন্ধন করেন।
এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা খাতুন কহিনুর, ব্যবসায়ী নকুল সাহা, আলা উদ্দিন, মোঃ ইউনুছ, আবদুল মান্নান, আবু হানিফ, রৌশন আলী, মোঃ আজিম ও জাহাঙ্গীরসহ আরও অনেকে।