চৌদ্দগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ২৯ হাজার টাকা জরিমানা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মো: আব্দুল মান্নান, ২১ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকারের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, ওজনে কম দেয়ায় এবং মেয়াদ উত্তীন্ন পন্য রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আল-মক্কা সুইটস এন্ড ফার্স্ট ফুডকে ১০ হাজার টাকা, চৌদ্দগ্রাম বানিজ্যালয়কে ৮ হাজার টাকা, ইসলামিয়া সুইটসকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ্ সুইটসকে ৪ হাজার টাকা ও বাশার ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কর্মকর্তা মো: আব্দুল খালেক, চৌদ্দগ্রাম থানার এএসআই মো: নূর উদ্দীন সহ থানা পুলিশের একটি টিম।