চৌদ্দগ্রামে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মন্নান, ১৯ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত একশত জেলের মাঝে আয়বর্ধক উপকরণ সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, জাফর ইকবাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমেদ, খামার ব্যবস্থাপক তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।