চৌদ্দগ্রামে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৮ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার নতুন করে আরও ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪০ জন। হোম কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ্য হয়েছে ১৫৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।
জানা গেছে, গত ২৮ জুন নতুন শনাক্ত হওয়া শিশু, নারী ও পুরুষের নমুনা নেওয়া হয়। পরীক্ষা শেষে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন; চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়ার হাজী আবদুল মজিদ, নবগ্রামের শারমিন, ওয়াপদা অফিসের আতিকুর রহমান, চান্দিশকরা গাজী রোজী, মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশের বেলী বেগম, আলকরা ইউনিয়নের কুলাসারের নুরুল হক, ইসরাত জাহান, চাঁদনী, তাসিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের নুসরাত।
এদিকে দিন দিন চৌদ্দগ্রাম উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।